English
রবিবার ২৮ এপ্রিল ২০২৪
...

করোনায় মৃত্যু: ইউরোপে ১ লাখ ৪০ হাজার ছাড়ালো 

করোনা যুদ্ধ 

ঢাকা, ২ মে ২০২০, শনিবারঃ চীনে প্রথম করোনা ভাইরাস ছড়ানোর পর থেকে এ পর্যন্ত ইউরোপে মোট মৃতের সংখ্যা বেড়ে এক লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। এএফপি বিশ্বের বিভিন্ন দেশের সররকারি সূত্রে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে একথা জানিয়েছে।

বর্তমান বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপ। এ মহাদেশের দেশগুলোতে করোনা ভাইরাসে মোট ১৪ লাখ ৯৫ হাজার ২৯৩ জন আক্রান্ত হয়েছে এবং এক লাখ ৪০ হাজার ৯৬ জন মারা গেছে। ভাইরাসটিতে বিশ্বব্যাপী ২ লাখ ৩৪ হাজার ৯৮৭ জন প্রাণ হারিয়েছে।   

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে এ... ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৮ হাজার ২৩৬ জনে দাঁড়িয়েছে।

এরপর ব্রিটেনে ২৭ হাজার ৫১০ জন, স্পেনে ২৪ হাজার ২৮৪ জন, ফ্রান্সে ২৪ হাজার ৫৯৪ জন, বেলজিয়ামে ৭ হাজার ৭৬৫ জন, জার্মানে ৬ হাজার ৭৩৬ জন, নেদারল্যান্ডে ৪ হাজার ৯৮৭ জন, সুইডেনে ২ হাজার ৬৬৯ জন, সুইজারল্যান্ডে ১ হাজার ৭৬০ জন, আয়ারল্যান্ডে ১ হাজার ২৬৫ জন, রাশিয়াতে ১ হাজার ২২২ জন, পর্তুগালে ১ হাজার ২৩ জন এবং বাকিরা অন্যান্য দেশে মারা যান।  




মন্তব্য

মন্তব্য করুন